মহিবুর রহমান মানিকের জামিন
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সাবেক এমপি মহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নির্জন মিত্র তার জামিন মঞ্জুর করেন।
জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুল হামিদ।
তিনি বলেন, বয়স ও অসুস্থতা বিবেচনায় সাবেক এমপি মহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে বেশিরভাগ শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই গত ২ সেপ্টেম্বর মামলা করেন। পরে ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে র্যাব।
Related News
প্রবাস ফেরত গৃহবধুকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার
বিশেষ সংবাদদাতা: সৌদি প্রবাস ফেরত রাকিবা বেগম (৩০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।Read More
ছাতকে ট্রাকচাপায় অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে-সুনামগঞ্জ সড়কে গ্যাস সিলিন্ডারভর্তি একটি ট্রাক উল্টে শিহাব উদ্দিন (২৬) নামের একRead More
Comments are Closed