সুনামগঞ্জে মা-ছেলের গলা কাটা মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌর শহরের সদর হাসপাতাল রোডের এসপি বাংলোর পাশের একটি বাসা থেকে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলো মৃত জাহিদুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)। নিহত মা-ছেলে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বশিয়াখাউরি গ্রামের বাসিন্দা। শহরে এক আত্মীয়ের বাসায় ভাড়া থাকতেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে। সকালে গৃহকর্মী কাজে এসে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশী ও পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক।
পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, প্রবাসী আত্মীয়ের বাসায় ফরিদা বেগম, তার ছেলে এবং তাদের দুঃসম্পর্কের বোনের পরিবার একই বাসায় থাকতেন। গৃহকর্মী ও প্রতিবেশীরা সকালে এসে মা-ছেলের গলাকাটা মরদেহ ও তাদের পাশে রক্তাক্ত বটি-দা পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে ফরিদার খালাতো বোন নারগিসকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেলেও তার বড় ছেলে ফয়সাল ও ছোট ভাইকে পাওয়া যায়নি। অসুস্থ অবস্থায় নার্গিসকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ করছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Related News
প্রবাস ফেরত গৃহবধুকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার
বিশেষ সংবাদদাতা: সৌদি প্রবাস ফেরত রাকিবা বেগম (৩০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।Read More
ছাতকে ট্রাকচাপায় অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে-সুনামগঞ্জ সড়কে গ্যাস সিলিন্ডারভর্তি একটি ট্রাক উল্টে শিহাব উদ্দিন (২৬) নামের একRead More
Comments are Closed