বাংলাদেশ পোয়েটস ক্লাবের দুইদিনব্যাপী সাহিত্য পর্যটন মিশন ৮ ও ৯ নভেম্বর

সালেহ আহমদ (স’লিপক): বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত দুইদিনব্যাপী সাহিত্য পর্যটন মিশন মহেশখালী কক্সবাজারে আগামী ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
রাজধানী ঢাকা থেকে ৭ নভেম্বর টীম লিডার কবি ড. শহীদুল্লাহ আনসারীর নেতৃত্বে, ফেনী থেকে সাংবাদিক জহিরুল জাহাঙ্গীরের নেতৃত্বে, চট্টগ্রাম থেকে কবি সুপ্রিয় কুমার বড়ুয়ার নেতৃত্বে এবং কক্সবাজার থেকে মোস্তাক মুসার নেতৃত্বে সবাই এসে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার পেকুয়া বাজারে যোগদান করবেন এবং সেখান থেকে (ডিপুটি টীম সুপার সার্বিক ব্যবস্থাপনা) কবি এডভোকেট মনির উদ্দিন নজরুল ও কবি মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে সড়কপথে মহেশখালী পৌঁছে সেখানকার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান ও স্থাপনা পরিভ্রমণ করে রাতে পেকুয়া এসে স্থানীয় গুয়াখালিতে একটি পর্যটন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই যোগদান করবেন।
রাতে পেকুয়ার বিভিন্ন হোটেলে অবস্থান করে পরদিন ৯ নভেম্বর কক্সবাজারের বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান ও স্থাপনা পরিভ্রমণ শেষে যার যার গন্তব্য পথে ফিরে যাবেন।
পর্যটন সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের কো-চেয়ারম্যান কবি ডক্টর শহীদুল্লাহ্ আনসারী। উদ্বোধনী বক্তব্য রাখবেন বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধান আলোচকের বক্তব্য রাখবেন মহাপরিচালক কবি নাহিদ রোকসানা।
বাংলাদেশ পোয়েটস ক্লাবের সাথে সংশ্লিষ্ট কবি লেখকদেরকে আগামী ২৪ অক্টোবরের মধ্যে নাম তালিকাভুক্ত করতে পোয়েটস ক্লাবের কো-চেয়ারম্যান ও দুইদিনব্যাপী সাহিত্য পর্যটন মিশনের টীম লিডার কবি ডক্টর শহীদুল্লাহ্ আনসারী আমন্ত্রণ জানিয়েছেন।
Related News

কবি নাসিমা চৌধুরী’র ‘ছিন্ন পাতায় জীবন’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব
বৈশাখী নিউজ ডেস্ক: কবি, গবেষক, শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, সাহিত্যে সাফল্য অর্জনRead More

সাহিত্য পুরস্কার পেলেন কবি আজিজুল আম্বিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বাংলাদেশের অগ্রযাত্রায় রাজনীতি, অর্থনীতি ও সাহিত্য-সংস্কৃতির বিকাশ গুরুত্বপূর্ণ। ’’কবিতার শক্তি, কবিতায়Read More
Comments are Closed