Main Menu

সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, টায়ারে আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এসময় শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে সরকারের পদত্যাগ চেয়ে নানা শ্লোগান দেন। আন্দোলন চলাকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয়।

অবরোধকালে সাড়ে ৩ ঘন্টা মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। পরে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়। আন্দোলন চলাকালে চরম দূর্ভোগে পড়েন মহাসড়কের যাত্রীরা।

এছাড়াও জেলার লাখাই উপজেলার বুল্লা বাজারে হবিগঞ্জ লাখাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এসময় তারা সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।

Share





Related News

Comments are Closed