শান্তিগঞ্জে নৌকা ডুবিতে এক শিশু নিহত, আহত ১

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরে নৌকা ডুবিতে এক শিশু নিহত ও অপর একজন আহত হয়েছেন।
নিহত শিশু সিদ্দিকা আক্তার (১০) দিরাই উপজেলার সিকন্দরপুর গ্রামের রুকনুজ্জামানের মেয়ে। আহত তাসনিয়া আক্তার (২৬) একই গ্রামের মখলিছুর রহমানের মেয়ে। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় দিরাই উপজেলার সিকন্দরপুর গ্রাম থেকে এক ইঞ্জিন চালিত নৌকা ২০/২৫ জন যাত্রী নিয়ে শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকায় আসছিল। সকাল সাড়ে ১০টার দিকে খাই হাওর পাড়ি দেওয়ার সময় প্রচণ্ড বেগে আফাল ও ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হলে নৌকাটি কাত হয়ে যায় এবং নৌকার ভিতরে পানি ঢুকতে থাকে। তখন নৌকার চালক দ্রুত পার্শ্ববর্তী ফসল রক্ষা বাঁধে নৌকা বেড়ান এবং যাত্রীদেরকে প্রাণে রক্ষা করেন। এসময় তাড়াহুড়ো করতে গিয়ে সিদ্দিকা আক্তার (১০) পানিতে ডুবে মারা যায় এবং তাসনিয়া আক্তার (২৬) আহত হন। আহত তাসনিয়া আক্তারকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক সুবাস চন্দ্র বর্ম ও আফতাবুজ্জামান রিগ্যান ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন এবং মৃত সিদ্দিকা আক্তারের সুরতহাল প্রস্তত করে তার পরিবারের লোকজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News

শান্তিগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি)Read More

সুনামগঞ্জে চার সিএনজি সহ মুদি দোকানে ডাকাতি
বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে চারটি সিএসজি সহ একটি মুদি দোকানের মালামাল ডাকাতি করে নিয়ে গেছেRead More
Comments are Closed