Main Menu

পাকিস্তানে তীব্র গরমে ১ লাখ স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সিন্ধ প্রদেশে তীব্র গরমে এক লাখেরও বেশি স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে তীব্র গরম বিরাজ করছে। দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রাজধানী ইসলামাবাদসহ বেশ কিছু এলাকায় চলছে তীব্র গরম। কোনো কোনো এলাকায় তাপমাত্রা পৌঁছেছে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে।

গ্রীষ্মকালে পাকিস্তানের স্বাভাবিক যে গড় তাপমাত্রা, তার চেয়েও স্থানভেদে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম বেশি পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া কর্মকর্তারা। সিন্ধ শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, তীব্র গরমে শিশুদের সুরক্ষার কথা বিবেচনা করে আমরা স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

 

Share





Related News

Comments are Closed