জৈন্তাপুরে ইয়াবা ও গাঁজা সহ ২জন আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজা সহ দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুলাই) রাত পৌণে ৮টায় গোপন সংবাদের ভিত্তিত্বে ফতেহপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ভুট্টো মিয়ার মার্কেট সংলগ্ন স্থানে অভিযান পরিচালানা করে পুলিশ।
এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এমআই) নাইমুল হাসান রুবেলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ২জনকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ২৫০ পিস ইয়াবা ও ৪৯৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা অপর একজন পালিয়ে যায়।
আটককৃতরা হলো- হরিপুর গ্রামের দলাই মিযার ছেলে নজির আহমেদ (৪৮), চান্দঘাট গ্রামের মকবুল হোসেনের ছেলে কামাল উদ্দিন (৩৫)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম) জানান, ইয়াবা ও গাজা সহ ২জনকে গ্রেফতার করে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News

জৈন্তাপুরে ১৫৫ কার্টুন ভারতীয় মাল্টা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সেনাবাহিনীর টহল চলাকালে একটি ডিআই পিকআপ ভর্তিRead More

বিশ্বনাথে সাবেক স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে প্রবাসীর মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডাকাত অপবাদ দিয়ে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায়Read More
Comments are Closed