জৈন্তাপুরে পৃথক অভিযানে ৭৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পৃথক অভিযান চালিয়ে ৪৬ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই চিনির দুটি চালান জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা বিভাগ এবং জৈন্তাপুর থানা পুলিশের পৃথক দুটি অভিযানে এই চালান দুটি জব্দ করা হয়। একই সাথে চিনি পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাকও জব্দ এবং ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের দেয়া তথ্য অনুযায়ী জানা গেছে, শনিবার (১৩ জুলাই) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে চিনি ভর্তি দুটি ট্রাক আটক করা হয়।
ট্রাকগুলো তল্লাশি করে মোট ৪৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ৪৯ কেজি চিনি হলে ৪৮০ বস্তায় ২৩ হাজার ৫২০ কেজি চিনি মূল্য প্রতি কেজি ১২০ টাকা দরে ২৮ লাখ ২২ হাজার ৪০০ টাকা।
এসময় চোরাই চিনি পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ এবং দুই চালককে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে শনিবার ভোরের দিকে জৈন্তাপুর থানা পুলিশ ফতেহপুর ইউনিয়নের চান্দঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়িতে পাওয়া ৩১৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। এসময় ২ জনকে গ্রেপ্তার করা হয়।
৩১৫ বস্তার প্রতিটিতে ৪৯ কেজি হিসাবে ১৫ হাজার ৪৩৫ কেজির প্রতি কেজি ১২০ টাকা দরে মোট বাজার মূল্য ১৮ লাখ ৫২ হাজার ২০০ টাকা। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট থানার ভুলুয়াপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে মো. খোকন মিয়া (৪৭) ও পটুয়াখালির গলাচিপা থানার তাপালবাড়ি গ্রামের সামছুল হকের ছেলে মো. আলীম (৪৫)।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি জৈন্তাপুর থানার হরিপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে কামরুল ইসলাম (৪৭)সহ ৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জৈন্তাপুর থানা পুলিশ।
৭৯৫ বস্তা চোরাই চিনি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার।
Related News

ঈদে টানা ১২ দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদে টানা ১২ দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। মঙ্গলবার (২৫Read More

সিলেটে পাথর উত্তোলন বন্ধে ১৬ সরকারি কর্মকর্তাকে বেলার আইনি নোটিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন নদীতে পাথর উত্তোলন হওয়ায় ১৬ জন সরকারি কর্মকর্তাকেRead More
Comments are Closed