শাকিল মুর্শেদের মুক্তির দাবিতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বৃহস্পতিবার বাদ মাগরিব নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে গিয়ে প্রতিবাদ সভা করে। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতার পরিচালনায় অনুষ্ঠিত সভা ও মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, মিছবাউর রহমান,ফয়জুর রহমান শাকিল, রজব আহমদ, হাসান হাফিজুর রহমান টিপু, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইফুল আলম কোরেশি, কোম্পানিগন্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আয়াত আলী প্রিন্স, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস সহ বিভিন্ন ইউনিটের যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ, সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ প্রমুখ।
প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন অবৈধ সরকারের দমন পীড়নের অংশ হিসাবে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদকে আদালত থেকে হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার পথে গ্রেফতার করে।
তিনি অবিলম্বে শাকিল মুর্শেদ সহ কারাগারে আটক সকল রাজবন্দিদের মুক্তি দাবি করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন জেল জুলুম ও নির্যাতন করে অতীতে যেমন কোনো স্বৈরশাসক ঠিকে থাকতে পারেনি ফ্যাসিষ্ট শেখ হাসিনার স্বৈরাচারী সরকারেরও শেষ রক্ষা হবেনা।
Related News
সিলেটে মধ্যরাতে মিসবাহ সিরাজকে অপহরণ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকেRead More
আওয়ামীলীগের চরিত্র বদলায়নি, এখনো ষড়যন্ত্র করছে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি শক্তি দেশের মর্যাদাRead More
Comments are Closed