শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তন ২৬ জানুয়ারী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এর আগে ২০২০ সালের ৮ জানুয়ারি তৃতীয় সমাবর্তন হয়েছিল ।
সোমবার (৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন সভাপতিত্ব করার সম্মতি দিয়েছেন। এতে আনুষ্ঠিকভাবে সংবর্ধনা ও সনদপত্র পেতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা।
জনসংযোগ শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের ২৬ জানুয়ারি দুপুর ১২ টায় চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই রোববার বঙ্গভবন থেকে এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে সমাবর্তনের নির্ধারিত তারিখ জানানো হয়েছে। সমাবর্তনে বক্তা হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন উপস্থিত থাকার কথা রয়েছে।
চতুর্থ সমাবর্তন কারা পাবেন- জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক মো. কবির হোসেন বলেন, ২০১০-২০১১ শিক্ষাবর্ষ পর্যন্ত গ্রাজুয়েটরা তৃতীয় সমাবর্তনে সনদপত্র পেয়েছেন। চতুর্থ সমাবর্তনে ২০১১-১২ থেকে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের সদ্য স্নাতকরা ও ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর সম্পন্ন হয়েছে এমন শিক্ষার্থীরা সনদপত্র পাবেন।’ এরপর থেকে যাতে প্রতিবছরই সমাবর্তনের আয়োজন করা যায় তাই চতুর্থ সমাবর্তনের আটটি ব্যাচের গ্রাজুয়েটদেরকে একসঙ্গে আনুষ্ঠিকভাবে সনদপত্র দেওয়া হবে বলে জানান তিনি।
সমাবর্তনের ফি নির্ধারণ, রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সমাবর্তনের আয়োজক কমিটিসহ অন্যান্য কাজ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির পরপরই শুরু হবে বলে জানান সহউপাচার্য কবির হোসেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কর্তৃপক্ষের পরিকল্পনা রয়েছে গ্রাজুয়েটদেরকে অনলাইনে স্বাক্ষরিত ইলেক্ট্রনিক সনদপত্র (ই-সাইন) দেওয়ার। গত ১০ মে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ই-সাইন সনদপত্রের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের যেকোনে প্রান্তে অবস্থান করলেও এই সনদপত্র একাডেমিক কিংবা পেশাগত কাজে বারংবার ব্যবহার করতে পারবেন।
Related News
শাবির ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি, আবেদন শুরু ৫ জানুয়ারি
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।Read More
২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল থেকেRead More
Comments are Closed