সিলেট নগরী থেকে কিশোর মহরম আলী নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর টিলাগড় থেকে মহরম আলী (১৬) নামক এক কিশোর ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে শাহপরান থানাধীন খাদিমনগরের বাহুবল নিবাসী মফিজ মিয়া ছেলে।
সম্ভাব্য সকল স্থানে খোঁজে মহরম আলীকে না পেয়ে তার ভাই শুকুর আলী গত ২ জুলাই মঙ্গলবার শাহপরান (রহঃ) থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ৮৭।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, মানসিক রোগী মহরম আলী গত ১ জুলাই বাহুবলস্থ বাসা থেকে বের হয়ে বিকাল সোয়া ৩টার দিকে টিলাগড় সরকারি কলেজের সামনের একটি সিএনজি পাম্পে যায়। সেখান থেকে সে নিখোঁজ হয়েছে।
হারিয়ে যাওয়ার সময় মহরম আলীর পরনে ছিলো শার্ট ও প্যান্ট। তার উচ্চতা ৪ ফুট ৭ ইঞ্চি, গায়ে রং শ্যামলা, চুলের রং কালো লম্বা, মুখ মন্ডল লম্বাটে, শারীরিক গঠন- হালকা পাতলা। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কেউ তার সন্ধান পেলে ০১৭৯৯ ২২৩৯২৪/০১৭১৬ ৩৮৬৭৫১ এই দুটি মোবাইল নম্বরে অথবা শাহপরান (রহঃ) থানায় অবগত করার জন্য অনুরোধ জানিয়েছেন তার বড় ভাই শুকুর আলী। বিজ্ঞপ্তি
Related News

সিলেটে হাসপাতাল থেকে রোগী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বয়স্ক এক রোগী নিখোঁজ হয়েছেন। তারRead More

ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকদের তিনRead More
Comments are Closed