আটোয়ারীতে ব্রীজের নীচ থেকে যুবকের মরদেহ উদ্ধার
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার আটোয়ারীতে ব্রীজের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া ওই যুবকের নাম শাকিল রানা (২৮)। সে আটোয়ারীর প্যারিস সিনেমা এলাকার জনৈক মোঃ আজিজুল হকের ছেলে।
গত বুধবার রাতে আটোয়ারী-বোদা আঞ্চলিক সড়কের পাশে উপজেলার রাধানগর ইউনিয়নের শোকেরপুল এলাকায় সেতু সংলগ্ন একটি ডোবার পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ সুরতহাল শেষে বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার রাতে শোকের পুলের (ব্রিজ) নিচে পানিতে শাকিলকে পড়ে থাকতে দেখে স্থানীয় একজন চিৎকার শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ও আটোয়ারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ডুবন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পরে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই যুবকের মরদেহ নেয়া হলে পরীক্ষার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর মৃত বলে নিশ্চিত করেন। পরে পুলিশ নিহতের মরদেহের সুরতহাল করে।
আটোয়ারী থানার ওসি (তদন্ত) জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে বিষয়টি আমলে নেয়া হবে। এরই মধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছি।
Related News
পঞ্চগড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী এনজিওকর্মী নিহত
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে এক যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকেRead More
পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ক্যান্টনমেন্টের অধীন, সৈয়দপুর ক্যান্টনমেন্টের ৬৬Read More
Comments are Closed