Main Menu

ইতালি যাওয়ার পথে সুনামগঞ্জের দুই যুবকের মৃত্যু

সুনামগঞ্জ সাংদদাতা: লিবিয়া থেকে জলপথে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে অসুস্থ হয়ে মারা গেছেন সুনামগঞ্জের দুই যুবক।

ওই দুই যুবক হলেন- শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে সাহিবুর রহমান মান্না (২৩) ও ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দৌলতপুর গ্রামের সুন্দর আলীর ছেলে রেজাউল ইসলাম (২৪)।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২১ জুন) লিবিয়া থেকে ইতালি যেতে ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন উঠেন তারা। তাদের সঙ্গে সুনামগঞ্জের আরও লোকজন ছিলেন। এর আগে দু’জনই দেশে ফোন করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। কিন্তু বুধবার তারা খবর পান তাদের নিয়ে যাওয়া ইঞ্জিনচালিত নৌকাটি ইতালি পৌঁছালেও পথে রেজাউল ইসলাম ও সাহিবুর রহমান অসুস্থ হয়ে মারা গেছেন।

মান্নার বড় ভাই শাহিবুল ইসলাম জানান, এক ব্যক্তি ফোন করে আমাদের জানিয়েছে ভাইয়ের মৃত্যুর খবর। কীভাবে তারা মারা গেছে, সেটা জানানো হয়নি। শুধু বলা হয়েছে, আমার ভাই আর নেই। আমরা দরিদ্র মানুষ। অনেক কষ্ট করে ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল আহমদ নামে এক দালালের মাধ্যমে ১০ মাস আগে মান্না লিবিয়া যায়। এর জন্য দালালকে সাড়ে ৯ লাখ টাকা দিতে হয়েছে। এখন টাকাও গেছে আমার ভাইকেও হারিয়েছি।

রেজাউল ইসলাম এক বছর আগে দুবাই গিয়েছিলেন। এরপর সেখান থেকে মিশর হয়ে লিবিয়া যান। লিবিয়া থেকে শুক্রবার ফোন করে পরিবারের সদস্যদের জানান তিনি ইঞ্জিনচালিত নৌকা দিয়ে ইতালি চলে যাচ্ছেন। তার আরও দুই ভাই ওমান প্রবাসী। ২৬ জুন বুধবার সকালে ওমান প্রবাসী বড় ভাই নজরুল ইসলামকে নৌকায় থাকা অন্যরা রেজাউলের মৃত্যুর খবর জানায়।

রেজাউলের পরিবারের পক্ষ থেকে ২৭ জুন বৃহস্পতিবার বিষয়টি ছাতক উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed