বিয়ানীবাজারে তরুণীকে হত্যায় যুবকের যাবজ্জীবন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২০২১ সালে এক তরুণীকে হত্যার ঘটনায় এক যুবককে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে এ রায় প্রদান করেন সিলেট ৩য় আদালতের অতিরিক্ত দায়রা জজ ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন।
দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিনের (২৭) বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ-বাহাদুরপুর গ্রামে। তিনি খুন হওয়া তরুণীর বাড়িতে দিনমজুর হিসাবে কাজ করতেন।
হত্যার শিকার তরুণী নাজমিন আক্তার সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের নাজমিন আক্তারদের (১৯) বাড়িতে ২০২১ সালে দিনমজুরের কাজ নেয় নাজিম উদ্দিন। একপর্যায়ে নাজমিনের উপর কুনজর পড়ে তার। প্রায়ই তাকে আকারে-ইঙ্গিতে কুপ্রস্তাব দিতো নাজিম। বিষয়টি ওই কিশোরী তার মা-বাবাকে জানালে তারা নাজিমকে শাসান। এতে ক্ষুব্ধ হয়ে উঠে সে। পরে ওই বছরের ১৬ মার্চ দুপুরে নাজমিনকে ঘরে একা পেয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করে নাজিম। ঘটনার পর সে পালিয়ে গেলেও থানাপুলিশ অভিযান চালিয়ে রাতেই গ্রেফতার করে।
গ্রেফতারের পর নাজিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
বিচারের নির্দিষ্ট প্রক্রিয়া শেষে আজ তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত।
Related News

কুলাউড়ায় ভাতিজাকে হত্যা র অপরাধে চাচীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ভাতিজাকে হত্যার অপরাধে চাচিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকাRead More

ইভ্যালির রাসেল ও শামীমার ৩ বছরের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও তার স্ত্রীRead More
Comments are Closed