কুলাউড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আছকির মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় নিহতের ভাই আছকন মিয়া গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ মে) দুপুরে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে জমিজমা নিয়ে আছকির মিয়া গং দের সাথে মবশ্বর-মিছির উল্ল্যাহ গংদের বিরোধ চলছিলো।
বুধবার দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে কাজ করতে যান মিছির উল্ল্যাহ গংরা। এসময় আছকির মিয়া গংরা বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লাঠিসোঁটার আঘাতে আছকির মিয়া ও আছকন মিয়া গুরুতর আহত হন।
আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আছকির মিয়াকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় গুরুতর আহত আছকন মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
Related News
বড়লেখায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্না আহমদ (২০) নামের এক তরুণেরRead More
কুলাউড়ায় ২০ একর সরকারি জমি দখল করে ইকোপার্ক, গুঁড়িয়ে দিল প্রশাসন
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রভাবশালীর দখলে থাকা ২০ একর সরকারি খাসRead More
Comments are Closed