ভারতীয় কফ সিরাপে ৬৮ শিশু মৃত্যুর ঘটনায় ২৩ জনকে সাজা
আন্তর্জাতিক ডেস্ক: ছয় মাসব্যাপী বিচারের পর ভারতের মেরিয়ন বায়োটেক দ্বারা নির্মিত দূষিত কাশির সিরাপ খেয়ে ৬৮ শিশুমৃত্যুর ঘটনায় ২৩ জনকে জরিমানা ও জেলের সাজা শুনিয়েছে উজবেকিস্তানের একটি আদালত।
মধ্য এশিয়ার দেশটি আগে ওষুধ খেয়ে ৬৫ জন শিশু মৃত্যুর কথা জানিয়েছিল, কিন্তু গত মাসে তাসখন্দ শহরের আদালতের প্রসিকিউটররা মৃত্যুর সংখ্যা আপডেট করেছেন এবং বলেছেন যে শুনানির সময় আরও দু’জনকে অভিযুক্ত করা হয়েছে।
ভারতীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মেরিয়ন বায়োটেকের দূষিত কফ সিরাপ আমদানি ও বিপণনের সঙ্গে যোগাযোগের জেরে অভিযুক্তদের এই শাস্তি দেওয়া হয়েছে।
একজন ভারতীয় নাগরিক সহ আসামিদের দুই থেকে ২০ বছরের কারাদ-ের সাজা হয়েছে। কর ফাঁকি, নিন্মমানের বা নকল ওষুধ বিক্রি, অফিসের অপব্যবহার, অবহেলা, জালিয়াতি এবং ঘুষের জন্য দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্তরা।
উজবেকিস্তানে ভারতের মেরিয়ন বায়োটেক দ্বারা উৎপাদিত ওষুধ বিক্রি করে এমন একটি কোম্পানি, কোরাম্যাক্স মেডিকেলের নির্বাহী পরিচালক সিং রাঘবেন্দ্র প্রতারককে সবথেকে বেশি ২০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
আমদানিকৃত ওষুধের লাইসেন্স দেওয়ার দায়িত্বে থাকা সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও দীর্ঘ মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
আদালত সিদ্ধান্ত নিয়েছে যে সিরাপ সেবনের ফলে মারা যাওয়া ৬৮ জন শিশু সহ প্রতিবন্ধী হওয়া আরও চার শিশুর পরিবারকে ৮০ হাজার ডলার করে ক্ষতিপূরণ দেয়া হবে। সিরাপ খেয়ে ক্ষতিগ্রস্ত অন্য আট শিশুর বাবা-মা ১৬ হাজার ডলার থেকে ৪০ হাজার ডলার পর্যন্ত পাবেন। সর্বোচ্চ আদালতের বিবৃতি অনুসারে, দোষী সাব্যস্ত হওয়া সাতজনের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ সংগ্রহ করা হবে।
প্রসঙ্গত, ২০২২ সালে মেরিয়ন বায়োটেকের প্রস্তুত করা ডক ১ কফ সিরাপ খাওয়ার জেরে মধ্য উজবেকিস্তানে শ্বাসকষ্টে ভুগে মারা যায় ৬৮ টি শিশু। পরীক্ষায় সিরাপে ইথিলিন গ্লাইকোল নামের একটি রাসায়নিকের অতিমাত্রায় উপস্থিতি টের পাওয়া যায়। শিশুদের মৃত্যুর জন্য এই রাসায়নিকটির অতিমাত্রায় উপস্থিতিকেই দায়ী করা হয়। সূত্র : দ্য প্রিন্ট
Related News
সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন।Read More
দিল্লিতে অবৈধ বাংলাদেশীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান পরিচালনা করেছেRead More
Comments are Closed