সিলেটে এক সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক মা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে চার মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন ফৌজিয়া নামে এক নারী।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) রাতে অপারেশনের মাধ্যমে এই চার মেয়ে শিশুর জন্ম হয়।
শিশু চারটির বাবার নাম রুহুল আমিন ও মা ফৌজিয়া বেগম। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে প্রসূতি মা ফৌজিয়া বেগমকে প্রফেসর ডা. রাশিদা আকতারের তত্ত্বাবধানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অপারেশন করা হলে চারটি সন্তানের জন্ম হয়। পরে শিশু চারটিকে নবজাতক নিবিড় যত্ন ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়। বর্তমানে তারা আশংকামুক্ত।
এছাড়া প্রসূতি মা ফৌজিয়া বেগমও সুস্থ আছেন বলে জানায় উইমেন্স হাসপাতাল ওই কর্মকর্তা।
এরআগে গত বছরের সেপ্টেম্বরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছিলেন আরও এক নারী। ওই নারীর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর গ্রামে।
এরও আগে ২০২২ সালের ২২ নভেম্বর ওসমানী হাসপাতালে মৌলভীবাজারের রাজনগরের লিপি রানী নামে আরেক নারী চার সন্তানের জন্ম দেন।
Related News
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকরি নিয়মিতকরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেনRead More
পূর্বের বিয়ের তথ্য গোপন করে স্ত্রীর দ্বিতীয় বিয়ে, মামলা করলেন স্বামী
বিশেষ সংবাদদাতা: প্রথম বিয়ের তথ্য গোপন করে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে দ্বিতীয় বিয়ে এবংRead More
Comments are Closed