Main Menu

দেশের রাস্তায় নামছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড

বৈশাখী নিউজ ডেস্ক: অবশেষে বাংলাদেশের রাস্তায় নামতে চলেছে ৩৫০ সিসির ক্ষমতাসম্পন্ন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। আগামী জুলাই মাসে দেশে বিশ্বখ্যাত এই ব্র্যান্ডের চারটি মডেলের মোটরসাইকেল বিক্রি শুরু হবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস সূত্রে এ তথ্য জানা গেছে।

ইফাদ গ্রুপের পরিচালক তাসকিন আহমেদ বলেন, ক্লাসিক, বুলেট, হান্টার এবং মিটিওর নামের এই চারটি মডেল স্থানীয়ভাবে তৈরি করা হবে এবং দাম নির্ভর করবে বিনিময় হারের ওপর। তবে আমরা যতটা সম্ভব দাম কম রাখার চেষ্টা করব।

চট্টগ্রামে ইফাদ মোটরসের কারখানায় বছরে ৪০ হাজার মোটরসাইকেল তৈরির সক্ষমতা রয়েছে।

এর আগে, ২০২৩ সালের শেষের দিকে বাংলাদেশের রাস্তায় ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানোর অনুমতি দেয় সরকার। এরপর দেশে বাজাজ মোটরসাইকেলের প্রস্তুতকারক উত্তরা মোটরস ইতোমধ্যেই ২৫০ সিসির ক্ষমতাসম্পন্ন পালসার এন ২৫০ মডেলের বাইক বাজারে ছেড়েছে। এখন রাস্তায় নামার অপেক্ষায় রয়েছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড মডেলের মোটরসাইকেলগুলো।

Share





Related News

Comments are Closed