Main Menu

সীমান্তিক সিলেটের উদ্যোগে গর্ভবতী মা সেবা দিবস পালিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন উপজেলায় গর্ভবতী মা সেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১১ ও ১২ নভেম্বর সীমান্তিক নতুন দিনের বাস্তবায়নে সোশ্যাল মাকেটিং কোম্পানির সহযোগীতায় ও সীমান্তিক কর্তৃক সিলেটের উদ্যোগে মঙ্গলবার (১৪ নভেম্বর) সিলেটের বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় দিবসটি পালন করা হয়।

উক্ত উপজেলা গুলোতে উপজেলা হাসপাতালের ভিন্ন ভিন্ন এমবিবিএস ডাক্তার এর মাধ্যমে গর্ভবতী মায়েদের বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে। গর্ভবতী মায়েদের কমপক্ষে ৪টি চেকআপ, প্রাতিষ্ঠানিক ডেলিভারি এবং গর্ভকালীন সময়ে মায়ের এবং শিশুর সঠিকভাবে বেড়ে উঠার জন্য পরামর্শ প্রদান করা হয়।

এমবিবিএস, সিএস (স্বাস্থ) ডাঃ মাহফুজা খাদিজা শাম্মা বলেন, সীমান্তিকের এই মহতি উদ্যোগ সত্যি প্রশংনীয়। গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান এসএমসি ও সীমান্তিক এর সকল পর্যায়ের কর্মকর্তাদের অত্র ইউনিয়নকে সেবার আওতায় নেওয়ার জন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার লক্কনাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খলকুর রহমান।

উক্ত গর্ভবতী মা সেবা দিবসে প্রতিটি উপজেলায় দায়িত্ব পালন করেন উপজেলা সুপারভাইজার আবুল কালাম, শাহনাজ শারমিন, জাহিদুর রহমার লস্কর, শরিফ উদ্দিন, অরবিন্দ বর্মন ও খালেদ আহমদ।

কমিউনিটি মোবিজাইজার জোসনা রানী, শাকির শিলুফা, আঞ্জলি, ফাহিমা, লিপি, তাহমিনা, সমিতা, তামান্না, ফৌজিয়া, মিলি, রোজিনা, স্বপ্ন। এছাড়াও কমিউনিটি পর্যায়ে গোলষ্টার মেম্বারগন।

সহযোগীতায় ছিলেন সিলেট জেলা টিম লিডার মোঃ আব্দুল হামিদ, প্রোগ্রাম পেসালিষ্ট পিযুষ কান্তি দেবনাথ, সার্বিক তত্ত্বাধানে ছিলেন সীমান্তিকের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইদুল হক।

পরিশেষে সবাইকে ধন্যবাদ জানান মোঃ আব্দুল হামিদ, জেলা টিম লিডার। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed