Main Menu

দোয়ারাবাজারে বাল্কহেডের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় এক বৃদ্ধ মাঝির মৃত্যু হয়েছে। উপজেলার নরসিংহপুর ইউনিয়নের চিলাই নদীতে এ ঘটনা ঘটে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে প্রতিদিনের মতো খেয়া ঘাটে নৌকা দিয়ে লোক পারাপার করছিলেন বৃদ্ধ শাজাহান মিয়া (৬৫)। এসময় উজান থেকে আসা একটি বালু বোঝাই বাল্কহেড এসে শাহাজান মিয়ার খেয়া নৌকায় ধাক্কা দেয়। এসময় শাহাজান মিয়া পানিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এলাকাবাসী। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে বিক্ষুব্ধ জনতা।

খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ গিয়ে আটক দুইজনকে হেফাজতে নেয়। আটককৃতরা হলেন ছাতক উপজেলার গোয়ালগাঁও গ্রামের আছির আলী পুত্র ফুল মিয়া (২৫), আসিদ আলীর পুত্র আক্কল আলী(৩০)।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান জানান, বাল্কহেডের ধাক্কায় নৌকার মাঝির মৃত্যু হয়েছে, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাল্কহেডের দুইজনকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন আছে।

Share





Related News

Comments are Closed