কমলগঞ্জে বিনামূল্যে চোখে ছানী পড়া রোগীদের চিকিৎসা সেবা প্রদান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার শহীদনগর বাজারে শহীদনগর বহুমুখী সমবায় সমিতির আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় শহীদনগর বাজারে ডা: সায়েস্তা মার্কেটে গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে প্রায় ৫ শতাধিক রোগিকে এ সেবা প্রদান করা হয়েছে।
শহীদনগর বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুলের সভাপতিত্বে চক্ষু শিবিরের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলার শ্রেষ্ঠ সমাজ সেবক, সাংবাদিক আব্দুল হান্নান চিনু। সাংবাদিক মাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক জহুর আলী, পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আব্দুল হান্নান, বিশিষ্ট সমাজসেবক হিফজুর রহমান বকস, সোলেমান আহমদ, আনোয়ার খান, সাংবাদিক পিন্টু দেবনাথ, আলমগীর হোসেন, সাদিকুর রহমান সামু, সমাজসেবক নুরুল ইসলাম, অমর নিয়াজ আনসারী মুকুল, কামরান আহমেদ, শাহনাজ আলী রাজু প্রমুখ।
উক্ত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা: মলিহা হক, ডা: মোজাহের হোসেন, ডা: অঞ্জন দেবনাথ।
চক্ষু শিবিরে ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ৭১ জন ছানি পড়া রোগী বাচাই করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন ও লেন্স স্থাপনের জন্য রেফার করা হয়।
Related News

কুলাউড়ায় উপজাতীয়দের হাতে যুবক খুন
বৈশাখী নিউজ ডেস্ক: কুলাউড়া উপজেলার কর্মধা পাহাড়ের নাসারী পুঞ্জির উপজাতীয় সন্ত্রাসীদের হাতে আব্দুল করিম (৪০)Read More

কমলগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্বার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এক শিশুর গলা ও হাত কাটা লাশ উদ্বার করেছে পুলিশ।Read More
Comments are Closed