Main Menu

লাউয়াছড়ায় পাহাড়িকা ট্রেন বিকল, সিলেট পথে ১ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে সিলেটের সাথে ১ ঘন্টা সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। বিকল হওয়া ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি উঁচু এলাকায় ঢোকার পর ইঞ্জিন দুর্বল হয়ে বিকল হয়ে পড়ে। পরে ট্রেনটি পিছন দিকে এনে ভানুগাছ রেলস্টেশনে আনা হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, জয়েন্তিকা একপ্রেস ট্রেনের ইঞ্জিন এনে পাহাড়িকা এক্সপ্রেসকে রশিদপুর নিয়ে যাওয়া হয়। লাউয়াছড়া এলাকা উঁচু থাকায় ট্রেন চলতে পারেনি। সমতল এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস স্বাভাবিকভাবে চলতে পারে। ট্রেনটি সরানো হলে বেলা পৌনে ২টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

 

Share





Related News

Comments are Closed