লাউয়াছড়ায় পাহাড়িকা বিকল, সিলেটের পথে রেল যোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দূর্বল থাকার কারণে বিকল হয়ে পড়েছে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বিকল হওয়া ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি উঁচু এলাকায় ঢোকার পর ইঞ্জিন দূর্বল হয়ে পড়ে। পরে ট্রেনটি পিছন দিকে এনে ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন এনে পাহাড়িকা এক্সপ্রেসকে রশিদপুর নিয়ে যাওয়া হবে। লাউয়াছড়া এলাকা উঁচু থাকায় ট্রেন চলতে পারেনি। সমতল এলাকায় পাহাড়িলা এক্সপ্রেস স্বাভাবিক ভাবে চলতে পাড়বে। ট্রেনটি সরানো হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
Related News
বড়লেখা সীমান্তে ভারতীয় নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী বড়াইল এলাকা থেকে মঙ্গলবার মধ্যরাতেRead More
মৌলভীবাজারে অনাহারে-অর্ধাহারে ১৪শ’ চা শ্রমিক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা চা বাগানে প্রায় তিন মাস ধরে ১ হাজারRead More
Comments are Closed