Main Menu

ইসরায়েলী হামলায় গাজায় নিহত ১০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১০ হাজার ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে ২৫ হাজার ৪০৬ জন।

সোমবার (৬ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের সর্বশেষ পরিসংখ্যান জানায়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ০৭ অক্টোবর থেকে ১০ হাজার ২২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চার হাজার ১০৪ জন শিশু, দুই হাজার ৬৪১ জন নারী।

এর আগে রবিবার একই সময়ের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে আরও ১৫২ জন নিহত এবং কমপক্ষে দুই হাজার ১০০ জন আহত হয়েছে বলে জানানো হয়।

অপরদিকে ইসরায়েলে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ৪০৫ জন। আহত হয়েছে কমপক্ষে পাঁচ হাজার ৬০০ জন।

Share





Related News

Comments are Closed