ভৈরবে দুর্ঘটনা, ঢাকা-সিলেট রেল যোগাযোগ চালু
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ রেল দুর্ঘটনার সাত ঘণ্টা পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ভৈরব রেলওয়ে স্টেশন দিয়ে অতিক্রম করেছে।
রাত ১১টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার মো. ইউসুফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কালনী এক্সপ্রেস ভৈরব স্টেশন ছেড়ে সিলেটের পথে রওনা হয়েছে। অন্য রেলও এখন চলাচল করবে।
এদিকে, দুর্ঘটনাকবলিত এগারোসিন্দুর রেলটি উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। রাত সাড়ে ১০টা উদ্ধারকারী রেল উদ্ধার কাজ শুরু করেছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে।
এর আগে রাত ৮টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ইতোমধ্যে উদ্ধারকারী রেল দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী রেলটি উদ্ধারে কাজ শুরু করেছে। খুব তাড়াতাড়ি রেল চলাচল স্বাভাবিক হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি জগন্নাথপুর এলাকায় ঢাকাগামী এগারসিন্দুর ও ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি রেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে যোগ দেন।
জানা যায়, মালবাহী রেলটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল আর যাত্রীবাহী রেলটি যাচ্ছিল কিশোরগঞ্জ থেকে ঢাকায়। ভৈরব জংশনের আউটার পয়েন্ট ক্রসিংয়ে যাত্রীবাহী রেলের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী রেলটি। এসময় যাত্রীবাহী রেলের কয়েকটি বগি উল্টে যায়।
Related News

১৫ বছর চাকরি করলেই মিলবে পেনশন
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি কর্মচারীরা ১৫ বছর চাকরি করার পর যদি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন,Read More

স্নাতক ভর্তিতে আর্থিক সহায়তার আবেদন শুরু বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে আর্থিক সহায়তা পেতে শিক্ষার্থীদের আবেদন শুরু হবে আগামীকালRead More
Comments are Closed