আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ নিয়ে বিগত সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল দেশটিতে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১১ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্রটি হেরাত প্রদেশের রাজধানী হেরাত সিটি থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরে অবস্থিত।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে উৎপন্ন হয়েছে।
তালেবান সরকারের তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল ওয়াহিদ রায়ানের বরাতে এপি জানিয়েছে, ভূমিধসে হেরাত-তোরঘুন্ডির প্রধান মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত ৮০ জন আহতের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে প্রথমে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আফগানিস্তানে আঘাত হানে। এই ভূমিকম্পের পর দেশটিতে চারটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।তালেবান সরকারের তথ্যমতে, এতে ২ হাজার ৪৪৫ জন প্রাণ হারিয়েছেন।
Related News
যুদ্ধ বিরতির ঘোষণার পর ইসরায়েলি হামলায় নিহত ১০১
আন্তর্জাতিক ডেস্ক: গত বুধবার রাতে কাতারের আমির ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যেRead More
ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছরেরRead More
Comments are Closed