Main Menu

শান্তিগঞ্জে বজ্রপাতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নে বজ্রপাতের শিকার হয়ে পানিতে পড়ে নিখোঁজের দু’দিন পর জেলে মোতালিব হোসেনের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন (পুবেরবাড়ি) গ্রামের নাছির মিয়ার ছেলে।

মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল নয়টায় দরগাপাশা ইউনিয়নের লালপুর-মৌগাও সংলগ্ন মহাসিং নদী থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে থানা পুলিশে খবর দেন।

মোতালিবের বাবা নাছির মিয়া ছেলের মরদেহ শনাক্ত করেন।

এর আগে গত ৬ আগস্ট রোববার সকালে হরিনগর গ্রামের উত্তরে ভাই-বোনের দাড়া নামকস্থানে বাবার সাথে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের সময় পানিতে পড়ে নিখোঁজ হন মোতালিব হোসেন।

ঘটনার দিন স্থানীয় লোকজন জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেও মোতালিব হোসেনকে না পেয়ে সুনামগঞ্জ ডুবুরি দলকে খবর দেন। পরে ডুবুরিরা এসে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও মোতালিবকে উদ্ধার করতে না পেরে কার্যক্রম স্থগিত করেন।

দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুফি মিয়া মোতালিবের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed