বাংলাদেশ পোয়েটস ক্লাবের ১৫তম জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত ১৫তম জাতীয় সাহিত্য সম্মেলনে গত ২১ জুলাই শুক্রবার দিনব্যাপী রাজধানীর খামার বাড়ি গিয়াস উদ্দিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সাহিত্য সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী বলেন, বিগত ২০১০ সালের ১৯ মার্চ এখানে এই হলে ২য় জাতীয় সাহিত্য সম্মেলন আমি ছিলাম প্রধান আলোচক, বর্ষীয়ান রাজনীতিবিদ প্রাক্তন মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী এমপি মহোদয় ছিলেন প্রধান অতিথি, আমাদের সামনে কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী সাহিত্য মন্ত্রণালয় দাবী করে স্মারক লিপি প্রদান করেছিলেন। আমি সরকারের কাছে সংস্কৃতি মন্ত্রণালয়ের আগে সাহিত্য শব্দ যুক্ত করে সাহিত্য ও সংস্কৃতি মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করার পক্ষে সমর্থন ব্যক্ত করছি। সেই সাথে কবি লেখক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, ইতিহাস রচয়িতা, তথা সকল সাহিত্যিকদের জন্য ভাতা বরাদ্দের জন্য দাবী জানাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি আসলাম সানি, কবি অগ্নি শিখা (ভারত)। প্রধান বক্তা ছিলেন পোয়েটস ক্লাবের চীফ কো-অর্ডিনেটর জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম রূপম।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন পোয়েটস ক্লাবের নতুন দায়িত্ব প্রাপ্ত ভাইস চেয়ারম্যান কবি অধ্যাপক ড. শহীদুল্লাহ আনসারী, পরিচালক সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী, বিশিষ্ট কবি লেখক চিন্ময় চৌধুরী, বিশিষ্ট লেখক মেজর পলক রহমান, ঢাকা মহানগর সভাপতি কবি আব্দুর রাজ্জাক, ঢাকা জেলা সভাপতি কবি আতাউল ইসলাম সবুজ, পরিচালক কবি এবিএম সোহেল রশিদ, বিশিষ্ট সামাজিক সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ আতা উল্লাহ খান আতা ভাই, গাঙচিলের মুখপাত্র খান আখতার হোসেন, জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক ছাবের আহমেদ কাজী ছাব্বীর।
নারায়ণগঞ্জ জেলা সভাপতি কবি লায়ন সালেহ আহমদ ও ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক কবি অমিতাভ চক্রবর্তীর যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাব ময়মনসিংহ সভাপতি কবি ড. জসিম উদ্দিন শেখ, চট্টগ্রাম জেলা সভাপতি কবি সুপ্রিয় কুমার বড়ুয়া, সুনামগঞ্জ জেলা সভাপতি কবি আব্দুল আজিজ চৌধুরী, ভারতীয় অতিথি কবি আজিজুর রহমান।
অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের শতাধিক কবি কবিতা পাঠ করেন। বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও গান পরিবেশন করেন কন্ঠ শিল্পী মেজর পলক রহমান, শিল্পী লিজি আহমেদ, কন্ঠ শিল্পী অঞ্জলি চৌধুরী, শিল্পী শাহানা সুলতানা লাকী, শিল্পী সাহিনুর আলম সরকার, শিল্পী তৃষ্ণা মার্টিনা ও ববি সরকার।
অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের মধ্যে জাতীয় সাহিত্য সম্মেলন পুরস্কার-২০২৩ স্টার এওয়ার্ড প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
Related News
৭ ও ৮ ফেব্রুয়ারি বাউল শাহ্ আবদুল করিম লোক উৎসব
বৈশাখী নিউজ ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত বাউল শাহ্ আবদুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারওRead More
কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালেরRead More
Comments are Closed