সিলেটে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অজ্ঞাত পরিচয় যুবকদের ছুরিকাঘাতে আহত হয়েছেন মহানগরের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু।
রোববার (২৮ মে) রাত ১১টার দিকে নগরের শাহী ঈদগাহ এলাকায় তিনি হামলার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে নগরীর শাহী ইদগাহ আল্লাহু পয়েন্টের সামনে দাঁড়ানো ছিলেন আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পু। এসময় হঠাৎ চার-পাঁচজন যুবক অতর্কিত হামলা চালায়। এসময় তার পেটে ও উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
এরপর স্থানীয়রা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পেট ও উরুতে ছুরির গুরুতর আঘাত রয়েছে।
এদিকে, আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পুকে দেখতে মধ্যরাতে হাসপাতালে ছুটে যান সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি আমিনুর রহমানের চিকিৎসার খোঁজখবর নেন।
হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আম্বরখানা ফাড়ি ইনচার্জ মফিজুর রহমান। তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।
এদিকে মহানগর আ’লীগের তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো.জাকির হোসেন।
নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন।
Related News

সিসিকের সাবেক কাউন্সিলর আফতাবের বাসায় ভাঙচুর আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেনRead More

সিলেটে আবাসিক হোটেল থেকে ৩ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের হোটেল রাজমনি (আবাসিক) থেকে ২ নারী ও ১Read More
Comments are Closed