পৃথিবীর দিকে ছুটে আসছে ২ গ্রহাণু!

প্রযুক্তি ডেস্ক: পৃথিবীর দিকে ছুটে আসছে বিশালকার দুই গ্রহাণু। গ্রহাণু দুইটি ঘণ্টায় হাজার হাজার কিলোমিটার বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা গ্রহাণু দুইটির দিকে নজর রাখছে।
বিগত কয়েকদিন ধরে একের পর এক গ্রহাণু নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিজ্ঞানীরা। ক্রমাগত গ্রহাণুগুলোর উপর নজর রাখছেন। তাদের দাবি, একের পর এক গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে চলেছে। এর মধ্যে অনেক গ্রহাণু পৃথিবীর কাছে এগিয়ে আসছে।
এই দুইটি গ্রহাণুই বিরাট পাথরের টুকরা। তারা ঘণ্টায় হাজার হাজার কিলোমিটার বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এমন পরিস্থিতিতে পৃথিবীর কতটা ক্ষতি হতে পারে? পৃথিবীর হাতে কী আর সময় আছে এই দুই গ্রহাণু থেকে বাঁচার?
নাসা পৃথিবীর কাছাকাছি আসা দুইটি গ্রহাণুকে নিয়ে সতর্কতা জারি করেছে। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির তরফে জানানো হয়েছে, গ্রহাণু ২০২৩ জেটি৪ পৃথিবীর কাছাকাছি আসতে পারে। এর আয়তন ২৩ ফুট। এটি আকারে খুবই ছোট, তাই বিপদের কোনও আশঙ্কা নেই। তবে এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসতে চলেছে। পৃথিবী থেকে এর দূরত্ব হবে মাত্র ১৯ লাখ ৪০ হাজার কিমি।
আরও একটি গ্রহাণু রয়েছে। সেটি হল অ্যাসট্রয়েড ২০২৩ জেডব্লিউ৩, যা একটি বড় বিমানের আকারে। ৮৩ ফুটের এই গ্রহাণুটি পৃথিবী থেকে প্রায় ৩২ লাখ ৩০ হাজার কিলোমিটার দূরে রয়েছে। এটি আকারে এতটাই বড় যে, এর জন্য সতর্ক থাকা প্রয়োজন বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।
নাসার মতে, পৃথিবীতে এই গ্রহাণুর আঘাতের সম্ভাবনা খুবই কম। তবে আগে থেকে সতর্ক থাকা প্রয়োজন।
Related News

হারিয়ে যাওয়া ছবি গুগল ফটোস থেকে ফেরাবেন যেভাবে
প্রযুক্তি ডেস্ক: মেমোরি কার্ড বা পেনড্রাইভ থেকে হারিয়ে গেলেও গুগল ফটোস-এ ছবি থেকে যায়। সেখানRead More

মানবদেহে মাইক্রোচিপ বসানোর অনুমতি পেলেন ইলন মাস্ক
প্রযুক্তি ডেস্ক: হলিউডের সায়েন্স ফিকশন সিনেমাতে প্রায়ই মানবদেহে মাইক্রোচিপ বসাতে দেখা যায়। যেসব মাইক্রোচিপের মাধ্যমেRead More
Comments are Closed