ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ২৩ মে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হজযাত্রীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ২৩ মে। প্রতিদিন সরাসরি ৭টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে সিলেট-জেদ্দা রুটে ছয়টি এবং সিলেট-মদিনা রুটে একটি ফ্লাইট রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট অফিসের ব্যবস্থাপক মনসুর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটের বিমান অফিস সূত্রে জানা যায়, গত বছর থেকে এবার সিলেটের হজযাত্রী দ্বিগুণ হওয়ার বিষয়টি মাথায় রেখে সিলেট থেকে হজ ফ্লাইট বাড়ানো হয়েছে। সিলেট অঞ্চলের মোট ২ হাজার ৯৭৬ জন হজযাত্রী পরিবহনে সাতটি ফ্লাইট পরিচালিত হবে।
২৩ মে ছাড়াও অন্য ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ৩ জুন সিলেট-মদিনা, ৬, ১০, ১৭, ১৮ এবং ২০ জুন সিলেট-জেদ্দা। এছাড়া শিডিউল ফ্লাইটেও সিলেট থেকে অনেক হজযাত্রী পরিবহন করা হবে বলে জানা গেছে।
অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট চ্যাপ্টারের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান জানান, সিলেট থেকে বিমানের সরাসরি হজ ফ্লাইট পরিচালনার সুযোগ রয়েছে।
সিলেটবাসীর দাবি পূরণে সাতটি সরাসরি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
Related News

সিলেটে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাধীন চকগ্রাম থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবারRead More

ভ্যাট প্রদানের স্বীকৃতি পেল লাফার্জহোলসিম বাংলাদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে উৎসে ভ্যাট কর্তনের জন্য স্বীকৃতি পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। রোববারRead More
Comments are Closed