Main Menu

গোলাপগঞ্জে অগ্নিকান্ডে দোকানসহ ২টি অটোরিকশা পুড়ে ছাই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান ও দুটি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৯মে) ভোরে উপজেলার আমুড়া ইউনিয়নের শিলঘাট সোনারপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমুড়া ইউনিয়নের শিলঘাট সোনারপাড়ার ডালিম উদ্দিনের মুদি দোকান ও গ্যারাজে থাকা দুটি সিএনজি অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়।

তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলেও তার আগেই দোকান ও দুটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়।

গ্যারেজে থাকা অটোরিকশা দুটির মালিক হলেন শীলঘাট গ্রামের জয়নাল আহমদ ও একই গ্রামের হুরমত আলী।

দোকান মালিক ডালিম উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ফজরের সময় আগুন লেগেছে। বিদ্যুতের শট সার্কিট বা সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট অথবা সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

Share





Related News

Comments are Closed