Main Menu

শনিবার শাবিতে ঢাবি’র ভর্তি পরীক্ষা

বৈশাখী নিউজ ডেস্ক: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দিয়ে শনিবার (৬ মে) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপকেন্দ্রে ৫টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. দিলারা রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সিট প্ল্যানও টাঙিয়ে দেওয়া হয়েছে।

সার্বিক বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতা করছেন। ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্তক আছি। এতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশেপাশ নজরদারিতে রাখা হয়েছে।

২০২১ সালে করোনার প্রাদুর্ভাবের ফলে রাজধানীর বাইরে দেশের ৭টি বিভাগীয় শহরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ধারাবাহিকতায় ২০২২ সালের পর এ বছরও শাবিপ্রবির ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে এই ভর্তি পরীক্ষা।

শনিবার (৬ মে) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৭৫১জন, ১২মে (শুক্রবার) বিজ্ঞান ইউনিটে ৩ হাজার ৫০জন এবং ১৩মে (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিটে ৪৫৭ জন মিলিয়ে মোট ৫ হাজার ২৬৪ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য গত ২৯ এপ্রিল চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা। ঢাবির ৪টি অনুষদে এবার প্রায় তিন লাখ পরীক্ষার্থী অংশ নেবেন। ঢাকার বাইরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে তিনটি ইউনিটে এবছর ৫ হাজার ২৬৪ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Share





Related News

Comments are Closed