পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ৬

ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়িচালক জ্বিলানি (২৮), গাড়ির হেল্পার রবিউল ইসলাম (২৬), সাংবাদিক মাসুদ রানা (৩০)।
জানা যায়, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তাদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে জাজিরায় পদ্মা সেতু টোল প্লাজার কাছে গতি নিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হন।
পুলিশের ধারণা অ্যাম্বুলেন্সের চালক ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকচালক পালিয়েছে। তাকে আটক করতে কাজ করছে পুলিশ।
পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই সুরুজ উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। জাজিরা প্রান্তের এক্সপ্রেসওয়ে নাউডোবা ব্রিজ এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয় জন নিহত হয়।
Related News

জাবি আর্থ সোসাইটির নতুন সভাপতি আবির সম্পাদক শুভ
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর্থ সোসাইটির ২০২২-২৩ কার্যকরী নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটিতেRead More

উদ্বোধনের আগেই নতুন হলের রুম নিয়েছেন জাবি শিক্ষার্থীরা
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ২১ নম্বর আবাসিক হল উদ্বোধনের আগেই তালা দিয়ে রুম দখলRead More
Comments are Closed