প্রাথমিকে ১৯ দিনের ছুটি ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা, আষাঢ়ি পূর্ণিমা ও গীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৯ দিনের ছুটি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
ঘোষণা অনুযায়ী, ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিনের ছুটি পাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২৫ জুন) প্রকাশিত প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক অফিস আদেশ ওই ছুটি ঘোষণা করা হয়।
আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটির সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে-র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সমন্বয় করে নির্ধারণ করা হলো।
সে অনুযায়ী, আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি এবং ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমার ছুটি। সব মিলিয়ে ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন বন্ধ থাকছে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি পাঠদান।
Related News

লিডিং ইউনিভার্সিটির সামার সেমিস্টারের ক্লাস শুরু ১০ আগস্ট
বৈশাখী নিউজ ডেস্ক: লিডিং ইউনিভার্সিটির সামার ২০২২ সেমিস্টারের ক্লাস ১০ আগস্ট থেকে শুরু হবে। এRead More

জাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষারRead More
Comments are Closed