Main Menu

কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২৭ জুন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের পুরস্কার ও আলোচনা সভা এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সিরাত গ্রন্থ বিতরণ আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩০শে এপ্রিল অনলাইনে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ী প্রতযোগিরা হলেন মো. বুরহান উদ্দিন (সরকার ও রাজনীতি বিভাগ, ৪৭ ব্যাচ), নাজমুল হোসেন (ইংরেজী বিভাগ, ৫০ ব্যাচ), মো. মাহাদিস সাফা (ফার্মেসী বিভাগ, ৪৯ ব্যাচ), মো. মহিউদ্দিন (ইংরেজী বিভাগ, ৩২ ব্যাচ), জামসেদ ইকবাল (আইআইটি, ৪৮ ব্যাচ), মো: সাজ্জাদ হোসেন (ইউআরপি বিভাগ, ৪৬ ব্যাচ), আব্দুল্লাহ আল ফাহিম (গণিত বিভাগ, ৪৮ ব্যাচ), মো. জাহিদুল ইসলাম (রসায়ন বিভাগ, ৪৭ ব্যাচ), মো. ফয়সাল মাহমুদ (প্রাণিবিদ্যা বিভাগ, ৪৮ ব্যাচ), শাজনীন কাজল ছোঁয়া (পাবলিক হেলথ বিভাগ, ৪৯ ব্যাচ)। পুরস্কার হিসেবে প্রথম পাঁচজন প্রাইজমানিসহ দশম স্থান পর্যন্ত মূল্যবান বই দেওয়া হবে।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী জ্ঞানের মেগা রিয়েলিটি শো আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক হাফেজ মুফতি সাইফুল ইসলাম (হাফিযাহুল্লাহ)। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আমন্ত্রিত। উপস্থিত সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ উপহার হিসেবে থাকবে মূল্যবান সীরাত গ্রন্থ। অনুষ্ঠানের উপস্থিতিদের মধ্যে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হবে। এছাড়া, অনুষ্ঠান শেষ হওয়ার পর বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আমাদের প্রধান আলোচক আলোচনা করবেন।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাগতিক জ্ঞান অর্জনের পাশাপাশি কুরআন চর্চায় আগ্রহী করার লক্ষ্যে ২০২১ সালে অনলাইনে প্রথমবারের মত কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা শুরু হয়। সেবছর প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং করোনার প্রকোপ থাকায় অনলাইনেই পুরস্কার বিতরণ করা হয়। এবারই প্রথম এই প্রতিযোগিতার সরাসরি পুরস্কার বিরতণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed