সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোঃ সামছুল হক সভাপতি ও মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১৭৯৩ ভোটারের মধ্যে ১৫৩৫ জন আইনজীবী ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ৫১ জন আইনজীবী প্রার্থী।
শুক্রবার (১৪ জানুয়ারি) ভোর ৬টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আলিম উদ্দীন এডভোকেট। এসময় তাকে নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার মইনুল হক এডভোকেট ও মোহাম্মদ মঈনুল ইসলাম এডভোকেট।
ঘোষিত ফলাফল অনুযায়ী মোঃ সামছুল হক ৪৮৮ ভোট পেয়ে সভাপতি, মোঃ এখলাছুর রহমান ৮৪৪ ভোট পেয়ে সহ-সভাপতি-১, হাদিয়া চৌধুরী মুন্নী ৬৫৭ ভোট পেয়ে সহ-সভাপতি-২, মাহফুজুর রহমান ৭৯০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে, বিজিত লাল তালুকদার ৪৬৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১ পদে, শাবানা ইসলাম ৬৫২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, মোঃ সোহেল মিয়া ৮০২ ভোট পেয়ে সমাজ বিষয়ক সম্পাদক পদে, মোঃ হুসাইনুর রহমান লায়েছ ৭৫০ ভোট পেয়ে সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে, এফ.এইচ.এম. সাজেদুল ইসলাম (সজীব) ১০২৪ ভোট পেয়ে লাইব্রেরী সম্পাদক পদে, মোহাম্মদ সেলিম মিয়া ৯০৮ ভোট ও মোঃ আব্দুল মুকিত ৮৩১ ভোট পেয়ে সহকারী নির্বাচন কমিশনার পদে, আরিফ আহমদ ১০৯৩ ভোট, গোলজার হোসেন খোকন ১০৪২ ভোট ও মোঃ সাদিদুর রহমান (রিপন) ৯২৬ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এবং প্রধান নির্বাচন কমিশনার পদে আক্তার উদ্দীন আহমদ টিটু বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে আব্দুল গফফার-১১৭৪ ভোট, মোঃ আখতার হোসেন খান-১০৮৫ ভোট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন)-৯৬৪ ভোট, মোঃ রাজ উদ্দিন-৯৩৮ ভোট, মোঃ আব্দুল ওদুদ-৯৩২ ভোট, মোঃ আনোয়ার হোসাইন-৯১০ ভোট, কল্যাণ চৌধুরী-৯০০ ভোট, আব্দুল মালিক-৮৯৯ ভোট, গিয়াস উদ্দিন-৮৮৩ ভোট, এমদাদুল হক-৮৫৩ ভোট ও আবু মোঃ আসাদ-৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচনী ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
Related News

খাদিমনগরে ডিএইচ ফাউন্ডেশনের অর্থসহায়তা প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগরের অসহায় দরিদ্রের মধ্যে ৪ লক্ষ টাকা নগদ অর্থসহায়তাRead More

বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০০ পরিবারকে কেআইবি’র কৃষি সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) সিলেট জেলা শাখার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০০Read More
Comments are Closed