Main Menu

গোলাপগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাদেপাশা শেখ নিদাই সমাজ কল্যাণ সংস্থা ও বৃহত্তর বাদেপাশা যুব উন্নয়ন পরিষদের যৌথ সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ অনুষ্ঠান গত ২০ অক্টোবর বুধবার সকাল ১০টায় গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাদেপাশা গ্রামে মরহুম আরজুমন্দ আলীর বাড়ীতে অনুষ্ঠিত হয়।

আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা হাফিজ খছরুজ্জামান এর সভাপতিত্বে এবং এম এ আশিক ও আব্দুর রহমান এর যৌথ পরিচালনায় ফ্রি চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইক্রো সার্জারি বিশেষজ্ঞ (ফ্যাকো) ডাঃ রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ কামরুল ইসলাম চৌধুরী, ডাঃ আল আমীন, ডাঃ শরিফ মোহাম্মদ সানজীদ জামান, ডাঃ আরিফ হাসান, সাংবাদিক জাকারিয়া তালুকদার, বাদেপাশা শেখ নিদাই সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি মুছলেবুর রহমান কানু, আব্দুল কাইয়ুম বিলু, বৃহত্তর বাদেপাশা যুব উন্নয়ন পরিষদের সভাপতি মাষ্টার আব্দুস সালাম কবির, আফ্রিকা প্রবাসী তারেকুল ইসলাম।

আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনজুর ইসলাম সুবেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বৃহত্তর বাদেপাশা যুব উন্নয়ন পরিষদের অর্থ সম্পাদক আবুল কালাম। বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম প্রমুখ।

দিনব্যাপী চক্ষু সেবা অনুষ্ঠানে এলাকার প্রায় সহস্রাধিক মানুষকে চিকিৎসা প্রদান সহ ফ্রি ঔষধ ও চশমা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed