Main Menu

ধর্ষণ ঠেকাতে অভিনব উদ্যোগ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ধর্ষণের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে। কোনো আন্দোলন বা প্রতিবাদেও কাজ হচ্ছে না। বড় শহরগুলোর মধ্যে মুম্বাইয়ের অবস্থা বেশ করুণ। সেখানে তাই নারীদের নিরাপত্তায় প্রতিটি থানায় ‘নির্ভয়া স্কোয়াড’ গঠন করতে যাচ্ছে মুম্বাই পুলিশ। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন নারী অধিকার কর্মীরা।

কয়েক দিন আগেও ভারতের মুম্বাইয়ের সাকিনাকা এলাকায় এক নারীকে ধর্ষণের পর রড দিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। ওই নারী ‘নির্ভয়া’ হিসেবে পরিচিতি পান।

২০১২ সালেও একইভাবে ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও রড দিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। তিনিও সে সময় ‘নির্ভয়া’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। এ ঘটনা নিয়ে দেশজুড়ে শুরু হয় তোলপাড়।

দেশটিতে বৃদ্ধি পেতে থাকা ধর্ষণের ঘটনার জেরে মঙ্গলবার মুম্বাইয়ের পুলিশ কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানান, প্রতিটি থানায় একটি ‘নির্ভয়া স্কোয়াড’ বা বিশেষ নারী নিরাপত্তা সেল গঠন করা হবে এবং যেসব এলাকায় নারীদের বিরুদ্ধে অপরাধের শঙ্কা বেশি সেখানে টহল জোরদার করা হবে।

এই স্কোয়াডে একজন নারী সহকারী পরিদর্শক বা উপপরিদর্শক, একজন নারী ও পুরুষ কনস্টেবল এবং একজন ড্রাইভার থাকবেন। প্রতিটি থানার একটি বিশেষ গাড়ি এই স্কোয়াডে যুক্ত করা হবে। টহল জোরদারে প্রতিটি থানায় নির্দিষ্টসংখ্যক পরিবহন দেওয়া হবে। এ ছাড়া স্কোয়াডের সদস্যদের দুই দিনের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বস্তি, পার্ক, স্কুল, কলেজ, থিয়েটার ও শপিং মলের কাছাকাছি নির্জন এলাকাগুলোতে স্কোয়াড সদস্যদের উপস্থিতি থাকবে বেশি সময়।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নারীরা। বিশ্লেষকরা বলছেন, এ থেকে অনেকেই ভয় পাবে এবং কমে আসবে নারী নির্যাতন।

Share





Related News

Comments are Closed