দেশের বাজারে নতুন বাইক আনল হোন্ডা

প্রযুক্তি ডেস্ক: দেশের মোটরবাইকেল বাজারে ১১০ সিসি মডেলের মধ্যে সর্বাধুনিক সুবিধা নিয়ে লিভো সিরিজের নতুন বাইক বাজারজাতকরণ শুরু করেছে হোন্ডা প্রাইভেট লিমিটেড।
গ্রাহকের চাহিদা মাথায় রেখে মুন্সিগঞ্জের সর্বাধুনিক কারখানায় প্রস্তুত করা লিভোর দুটি ভ্যারিয়েন্স লিভো ড্রাম এক লাখ ৩ হাজার ৯০০ এবং লিভো ডিস্ক এক লাখ ৮ হাজার ৯০০ টাকায় পাওয়া যাবে। রোববার (২৪ জানুয়ারি) রাজধানীর সোনারগাও হোটেলে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে হোন্ডার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হোন্ডা ইকো টেকনোলজি বা এইচইটি সংবলিত ১১০ সিসি সক্ষমতার ইঞ্জিন ব্যবহারে প্রতি লিটার জ্বালানি তেলে ৭৪ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে। বিক্রয় পরবর্তী ২ বছর অথবা ২০ হাজার কিলোমিটার (যেটি আগে হবে) পর্যন্ত ওয়ারেন্টি এবং চারটি সেবা বিনামূল্যে পাবেন গ্রাহক।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাতসুকি বলেন, লিভোর ৫০ হাজার ইউনিট বিক্রি প্রতিষ্ঠানটির জন্য অনন্য অর্জন। বাংলাদেশের উদীয়মান বাজারে সাশ্রয়ী মূল্যে আধুনিক বাইক এবং উদ্ভাবনী সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের আস্থা ধরে রেখেছে হোন্ডা এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হোন্ডা বাংলাদেশের বিক্রয় এবং বিপনন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নরেশ কুমার রতন বলেন, দেশের বাজারে ১১০ সিসি মডেলের বাইকের মধ্যে লিভো সেরা হয়ে ওঠার পেছনে রয়েছে আধুনিক ডিজাইন, ইঞ্জিনের সক্ষমতা এবং অত্যাধুনিক হোন্ডা ইকো টেকনোলজি প্রযুক্তি।
নতুন লিভো মডেলের বৈশিষ্ট্য এবং সুবিধা নিয়ে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন বাংলাদেশ হোন্ডার মার্কেটিং বিভাগের প্রধান গিয়াস উদ্দিন সজীব।
উল্লেখ্য, হোন্ডা লিভো ২০১৭ সালের জুন মাসে বাংলাদেশের বাজারে আসার পরে মাত্র ৩৭ মাসের মধ্যেই ৫০ হাজার ইউনিট বিক্রির মাইলফলক অতিক্রম করে লিভো দেশব্যাপী ব্যাপক সারা পায়। এরই ধারাবাহিকতায় নতুন রূপে, নতুন দামে বাংলাদেশ হোন্ডা উন্মোচন করল লিভো।
Related News

মঙ্গলের ছবি পৃথিবীতে পাঠাল আরব আমিরাতের ‘হোপ’
প্রযুক্তি ডেস্ক: পৃথিবীতে মঙ্গল গ্রহের ছবি পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মহাকাশযান ‘হোপ’। রোববার (১৪ ফেব্রুয়ারি)Read More

দেশের ২৬০০ ইউনিয়ন পাচ্ছে দ্রুতগতির ইন্টারনেট
প্রযুক্তি ডেস্ক: দেশের ইউনিয়নগুলোতে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে সরকারের ‘ইনফো সরকার-৩’ নামের প্রকল্পটি শেষের দিকে।Read More
Comments are Closed