লকডাউনে বন্ধ সেলুন, স্বামীদের চুল কাটছেন স্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক: আয়ারল্যান্ডে দীর্ঘদিন ধরে চলছে লকডাউন। আর এতে করে অধিকাংশ দোকানই রয়েছে বন্ধ। সেলুনগুলোও রয়েছে লকডাউনের আওতায়, তাই ঘরে বসে স্ত্রীরাই কাটছেন তাদের স্বামীদের চুল।
প্রাচীন যুগে অনেক যুদ্ধে চুল কাটার লোক না থাকায় তলোয়ার দিয়ে চুল ফেলা হতো, যাতে করে যুদ্ধের সময় চুল নিয়ে বাড়তি চিন্তা করতে না হয়। এ যুগে করোনা যুদ্ধে সেলুন বন্ধ থাকায় চুল কাটিয়ে ন্যাড়ার সংখ্যাও কম নয়। তবে তলোয়ারের ব্যবহারের জায়গায় এখন অনেক স্ত্রীর হাতে এসেছে কাচি, চিরুনি, আর চুল কাটার মেশিন। লকডাউনে সেলুনে না যেতে পারায় ঘরের নারী কাটছে তাদের স্বামীর চুল।
স্ত্রীর হাতে চুল কাটাতে পারায় বেশ খুশি কর্তা ব্যক্তিরাও। ভালোমন্দের বিচারে না গিয়ে এর মাঝে যেন ভালোবাসাই খুঁজে পাচ্ছেন তারা।
কখনো চুল কাটার অভিজ্ঞতা না থাকলেও নতুন এক অভিজ্ঞতার পাশাপাশি লকডাউনের এ দুঃসময়ে স্বামীকে একটু সাহায্য করতে পারায় খুশি নারীরাও।
লকডাউন যে রকম কেড়ে নিয়েছে অনেক কিছু, আবার পরিবারের মাঝে যেন নিয়ে এসেছে ছোট ছোট কিছু অনুভূতি।
Related News

কলম্বিয়ায় সড়কে ঝরল কূটনীতিকসহ তিনজনের প্রাণ
আন্হর্জাতিক ডেস্ত: কলম্বিয়ায় একটি প্রাইভেটকার খাদে পড়ে পানামার কূটনীতিকসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২Read More

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২৫ লাখ ৬০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। চলছে দ্বিতীয় ঢেউ। করোনার টিকা আবিষ্কার হলেওRead More
Comments are Closed