ইন্টার্নশিপে তৃতীয় দিনে নতুন গ্রহ আবিষ্কার (ভিডিও)

প্রযুক্তি ডেস্ক: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থায় (নাসা) ইন্টার্নশিপ করতে এসে ১৭ বছর বয়সী এক কিশোর খুঁজে বের করলো নতুন গ্রহ।
শনিবার (২৩ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বে জ্ঞানী-গুণী মানুষের অভাব নেই। যারা নিজের বুদ্ধির ওপর নির্ভর করে অনেক বড় কিছু করে ফেলেন। আর এরই জন্য তারা খবরে উঠে আসেন। এরকমই একটি বড় ঘটনা ঘটিয়েছেন ১৭ বছরের এক স্কুলছাত্র। যার নাম উল্ফ কুকিয়র (Wolf Cukier)।
কুকিয়র ২০১৯ সালে নাসা নাসার গ্রিনবেল্টে অবস্থিত গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে ইন্টার্নশিপ করতে গিয়েছিলেন। ট্রান্সিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট দ্বারা ক্যাপচার হওয়া তারদের চমকে বদল মাপতে দেওয়া হয়েছিল৷
কুকিয়র নিজের কাজ শুরু করেন। কিন্তু ইন্টার্নশিপের তৃতীয় দিনে তিনি সবাইকে অবাক করে দেন। কুকিয়র পৃথিবীর থেকে ১৩০০ আলোকবর্ষ দূরে থাকা একটি নতুন গ্রহ খুঁজে বের করেন।
এই বিষয়ে কুকিয়র বিভিন্ন গণমাধ্যমকে বলেন , ‘TOI 1338b নামের সিস্টেমের থেকে আমি একটি সিগন্যাল দেখতে পাই। তখন আমার মনে হয়েছিল নক্ষত্র গ্রহণ হচ্ছে। কিন্তু সেটা সঠিক ছিল না, পরে জানা যায় সেটা একটা গ্রহ। আমি এই সবকিছু ভলেন্টিয়ার করি, আর একত্রিত হওয়া সব ডেটার মাধ্যমে দেখছিলাম।’
দাবি করা হচ্ছে এটি একটি নতুন গ্রহ। এটা একটার পরিবর্তে দুটি তারার পরিক্রমা করে। নাসার মতে এটা সূর্যের থেকে অন্তত ১০ শতাংশ বড়, অন্যদিকে আরেকটি তারা সূর্যের থেকে এক তৃতীয়াংশ। আর এই গ্রহ TOI 1388b নামে পরিচিত। নেপচুন ও শনির মাঝামাঝি এবং পৃথিবীর থেকে প্রায় ৬.৯ গুণ বড়।
এ ঘটনার কয়েকটি ছবি টুইটারে পোস্ট করা হয়। সেই ছবি গুলোতে প্রায় ১২ লক্ষেরও বেশি লাইক পোড়ে আর এই টুইটটি ২২৪ হাজারের বেশি রি টুইট হয়।
Related News

মঙ্গলের ছবি পৃথিবীতে পাঠাল আরব আমিরাতের ‘হোপ’
প্রযুক্তি ডেস্ক: পৃথিবীতে মঙ্গল গ্রহের ছবি পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মহাকাশযান ‘হোপ’। রোববার (১৪ ফেব্রুয়ারি)Read More

দেশের ২৬০০ ইউনিয়ন পাচ্ছে দ্রুতগতির ইন্টারনেট
প্রযুক্তি ডেস্ক: দেশের ইউনিয়নগুলোতে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে সরকারের ‘ইনফো সরকার-৩’ নামের প্রকল্পটি শেষের দিকে।Read More
Comments are Closed