ছাতকের কণ্ঠশিল্পী অর্পিতা পাল আর নেই

ছাতক প্রতিনিধি: ছাতকের জনপ্রিয় কন্ঠ শিল্পী অর্পিতা পাল (২৫) আর নেই। মঙ্গলবার বিকেল ৫-১৫ মিনিটে ঢাকা ক্যানটেনম্যান্ট সিরাজ–খালেদা মেমোরিয়েল জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রতিভাবান এ শিল্পী।
এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে অর্পিতা পাল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট পলি ক্লিনিক, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলকাতার টাটা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। অবশেষে ঢাকা ক্যানটেনম্যান্ট সিরাজ -খালেদা মেমোরিয়াল জেনারেল হাসপাতালে চিকিৎসার্ধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পিতা বাবুল চন্দ্র পাল মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন।
অর্পিতা দীর্ঘদিন ধরে রক্ত জনিত সমস্যায় ভুগছিলেন। সিলেট অঞ্চলের সাংস্কৃতিক জগতের পরিচিত ও প্রিয় মুখ, সিলেট মহিলা কলেজে এমএ ক্লাসে অধ্যয়নরত অর্পিতা পালের অকাল মৃত্যুতে সিলেট অঞ্চলের সাংস্কৃতিক জগতসহ ছাতকের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংকিদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
তার মরদেহের অন্তেষ্টি:ক্রিয়া এদিন রাতে ছাতক শহরের কেন্দ্রিয় শ্মশান ঘাটে অনুষ্ঠিত হয়।
Related News

জামিন পেলেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত
সুনামগঞ্জ প্রতিনিধি : আদালত হতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার এক দিনের ব্যবধানেই জামিন লাভ করেছেনRead More

সুনামগঞ্জে নতুন ঘর পাচ্ছে ৩৯০৮টি গৃহহীন পরিবার
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আরশRead More
Comments are Closed