সময় বাড়েনি, সোমবার রিটার্ন দাখিলের শেষ দিন

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা মহামারি বিবেচনায় বিভিন্ন মহল থেকে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর দাবি থাকলেও তা এবার বাড়ছে না।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম একথা জানান।
তিনি বলেন, আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ব্যক্তি আয়কর দাতার রিটার্ন দাখিলের শেষ দিন ৩০শে নভেম্বর। অর্থাৎ সোমবারই রিটার্ন দাখিলের শেষ দিন।
তিনি আরও বলেন, মেলার আদলে কর অঞ্চলগুলোতে মিনি কর মেলায় রিটার্ন গ্রহণ ও করসেবা কার্যক্রম সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের পর কেউ আয়কর রিটার্ন দাখিল করতে চাইলে নিয়ম মাফিক আবেদন করে, সময় বাড়িয়ে নিতে পারবেন। এ ক্ষেত্রে নির্ধারিত হারে জরিমানার বিধান রয়েছে। অবশ্য, কর কমিশনার আবেদন যৌক্তিক মনে করলে তাদের জরিমানা দিতে হবেনা।
এর আগে ২৬ নভেম্বর পর্যন্ত দাখিল রিটার্নের সঙ্গে ২ হাজার ৫শ’ ৮০ কোটি টাকা কর দিয়েছেন করদাতারা। আর এ পর্যন্ত দেশে টিআইএন ধারী করদাতার সংখ্যা ৫০ লাখ ৭২ হাজার ৫শ’ ৬৭ জন।
Related News

দেশের ৩১ পৌরসভায় ভোট ২৮ ফেব্রুয়ারী
বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারী। এসব পৌরসভায়Read More

দেশে করোনায় আরও ২০ মৃত্যু, শনাক্ত ৭০২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। এRead More
Comments are Closed