‘এ্যাসাইনমেন্ট’ জমা দিতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় স্কুলে ‘এ্যাসাইনমেন্ট’ জমা দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৭ম শ্রেণির এক ছাত্রী। এমন অভিযোগ এনে কথিত প্রেমিকসহ দুই কলেজছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে স্কুলছাত্রীর মা বাদি হয়ে চুনারুঘাট থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলো, উপজেলার উত্তর পাকুরিয়া গ্রামের আব্দুল কাইয়ুম সরকারের ছেলে চুনারুঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জিসান সরকার (২২) ও তার বন্ধু একই গ্রামের রাব্বি (২০)। নির্যাতিতা স্কুলছাত্রী চুনারুঘাট দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় (ডিসিপি)-এর ৭ম শ্রেণিতে অধ্যায়নরত।
স্কুলছাত্রীর বাবা অভিযোগ করেন, তার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল জিসান সরকারের। বৃহস্পতিবার বেলা দেড়টায় ওই ছাত্রী স্কুলের ‘এ্যাসাইনমেন্ট’ জমা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় জিসান ঘুরতে যাওয়ার কথা বলে কলেজ সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় জিসানের বন্ধু রাব্বি ধর্ষণে সহযোগিতা করে।
বাড়িতে ফেরার পর স্কুলছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে তাকে (স্কুলছাত্রী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চুনারুঘাট থানাকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সত্যতা পায়। রাত দুইটার দিকে স্কুলছাত্রীর মা বাদি হয়ে মামলা করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছেলেটির সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং আজ (শুক্রবার) মেয়েটির ডাক্তারি পরীক্ষা হবে।’
Related News

নবীগঞ্জে দ্বিতীয় মেয়াদে মেয়র হলেন বিএনপির প্রার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ছাবিরRead More

মাধবপুরে বিএনপির মেয়র প্রার্থীর জয়
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।Read More
Comments are Closed