নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে দুই সহোদরসহ ৩ জন নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার স্বল্প দশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সমর।
নিহতরা হলেন-উপজেলার স্বল্প দশাল গ্রামের মৃত মো. হেকিমের ছেলে স্বপন (২২) ও রিপন (২৪) এবং একই গ্রামের মৃত কুরপান আলীর ছেলে মুকলেছ (২৮)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) সমর জানান, উপজেলার সাহতা ইউনিয়নের স্বল্প দশাল গ্রামের রেল লাইনের কাছে মাছ ধরার জন্য শ্যালো মেশিন দিয়ে পুকুর সেচ দিচ্ছিলেন ওই তিনজন।
পরে রাত ৪টার দিকে ক্লান্তি আসায় তারা রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েন। এ সময় হাওর এক্সপ্রেস ট্রেন চলে আসে। কিন্তু শ্যালো মেশিন চলতে থাকায় তারা ট্রেন আসার শব্দ শুনতে পাননি। এতে ট্রেনের নিচে কাটা পড়েন তারা।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহে নিয়ে যাওয়া হচ্ছে।
Related News

দুর্গাপুরে পদ্মপুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: উচ্চ আদালতে আদেশ ব্যক্তিমালিকানধীন পুকুর হবে প্রাকৃতিক জলাধার। নেত্রকোনার দুর্গাপুরেRead More

নেত্রকোনায় ডিসি-ইউএনওর প্রত্যাহার দাবি
মো.কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলায় মোহনগঞ্জ উপজেলার পৌরসভা নির্বাচনে প্রচারণায় বাঁধার অভিযোগ তুলে জেলাRead More
Comments are Closed