নিখোঁজের ২দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দায় নিখোঁজের দুইদিন পর মাসুমা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা নদীর হুলিয়াখালি এলাকা থেকে ভাসমান অবস্থায় এ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুমা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রামের মিজান উল্লার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরের দিকে বাকলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মাসুমা। আজ দুপুরে নদীতে তার মরদেহ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে কলমাকান্দার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কলমাকান্দা থানার ওসি তদন্ত মোঃ সিরাজুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাকলা নদীতে গোসল করতে গিয়েই নিখোঁজ হয় মাসুমা। উদ্ধারকৃত মাসুমার মরদেহ আজ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে
নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠিত
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন, সহকারী কমিশনার মোঃ আবুল হাসেম, জেলা তথ্য অফিসার মুখলেছুর রহমান, প্রেসক্লাব সহ সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালসহ আরো অনেকে।
এসময় বক্তারা তথ্য অধিকার আইনের বিভিন্ন গুরুত্বপ‚র্ণ দিক নিয়ে আলোচনা করেন।
Related News

দুর্গাপুরে পদ্মপুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: উচ্চ আদালতে আদেশ ব্যক্তিমালিকানধীন পুকুর হবে প্রাকৃতিক জলাধার। নেত্রকোনার দুর্গাপুরেRead More

নেত্রকোনায় ডিসি-ইউএনওর প্রত্যাহার দাবি
মো.কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলায় মোহনগঞ্জ উপজেলার পৌরসভা নির্বাচনে প্রচারণায় বাঁধার অভিযোগ তুলে জেলাRead More
Comments are Closed