Main Menu

দক্ষিণ সুদানে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুদানের রাজধানী জুবার কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৭ আরোহী নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সকাল ৯টার দিকে বিমানটি জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিট পরই হাই রেফারেন্ডাম আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। খবর এএফপি ও সিনহুয়ার।

বিধ্বস্ত বিমানের একজন মাত্র আরোহী জীবিত রয়েছেন এবং তাকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আপার নীল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জোসেপ মাইউম বলেন, আমি যা দেখেছি তাতে একজন ব্যক্তি জীবিত আছেন এবং তাকে মারাত্মক আহতাবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

আমরা ১৫ আরোহী এবং বিমানের দুজন ক্রুর লাশ উদ্ধার করেছি। তাতে মোট নিহত হয়েছেন ১৭ জন।

জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কার কুল জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে অ্যান্টোনভ এন-২৬ মডেলের কার্গো বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটি আভেইল এবং ওয়াও শহরে একটি সংস্থার কর্মীদের বেতন নিয়ে যাচ্ছিল। এছাড়া বিমানটিতে বেশ কিছুসংখ্যক মোটরসাইকেল, যন্ত্রাংশ ও খাদ্যসামগ্রী ছিল।

তবে বিমানটিতে বেশি আরোহী ছিলেন না। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed