সিলেটের দুই ল্যাবে ৭২ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে আরও ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২৯ জুলাই) ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২২ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৫০ জনের করোন শনাক্ত হয়।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার কলেজের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের মরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৪ জন, হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজারের ৭ জন রয়েছেন।
অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, বুধবার শাবির ল্যাবে ১৮৮ জনের শরীরে নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২০ জন, সুনামগঞ্জের ১৭ জন এবং হবিগঞ্জের ১৩ জন রয়েছেন বলে জানা গেছে।
এনিয়ে বুধবার (২৯ জুলাই) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৩৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪১৬১ জন, সুনামগঞ্জে ১৪৬১ জন, হবিগঞ্জে ১১৫১ জন এবং মৌলভীবাজারে ৯৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এপর্যন্ত মারা গেছেন ১৪১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০৪ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ১২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
আর সবশেষ বুধবার পর্যন্ত সিলেট বিভাগে ৩ হাজার ২৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১০২৮ জন, সুসামগঞ্জে ১০৯৮ জন, হবিগঞ্জে ৬২৭ জন এবং মৌলভীবাজারে ৫৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Related News

সিলেটে কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘায় লাকী বেগম (২৩) নামে এক গৃহবধূ খুনRead More

সিলেটে ঘন ঘন দুর্ঘটনার প্রতিবাদে তিন উপজেলাবাসীর অবস্থান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে ঘন ঘন সড়ক দুর্ঘটনায় ফুঁসে উঠেছে তিন উপজেলারRead More
Comments are Closed