Main Menu

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৬ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি নভেল করোনা ভাইরাসে বিশ্বের দেশে দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বিশ্বজুড়ে চলছে মৃত্যু আর শোকের মাতম। এর শেষ কোথায়, কারও জানা নেই।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৫৩ হাজার ৯৬২ জনে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সবশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটটির দেয়া তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৫ লাখ ২২ হাজার ১৩৩ জন। তাদের মধ্যে বর্তমানে ৫৭ লাখ ৫৪ হাজার ১০০ জন চিকিৎসাধীন এবং ৬৬ হাজার ৩৯০ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১ কোটি ১ লাখ ১৪ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে উঠেছে।

এদিকে কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২ হাজার ৯৬৫ জনে দাঁড়িয়েছে। দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ২৬ হাজার ২২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ২৫ হাজার ৬৮৩ জন।

গত ৮ মার্চ দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এপ্রিলের মাঝামাঝি থেকে সারা দেশে ব্যাপক হারতে বাড়তে থাকে মৃত্যু আরও আক্রান্ত মানুষের সংখ্যা।

Share





Related News

Comments are Closed